ঈদুল আযহা উপলক্ষ্যে ঝিনাইগাতীতে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ’র চাল বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, জুন ১২, ২০২৪ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। ১২ জুন বুধবার দিনব্যাপী উপজেলার ৭টি ইউনিয়নে ১২৬২৭ জন দুঃস্থ অসহায় পরিবারের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে প্রধানমন্ত্রীর ঈদ উপহার এর ভিজিএফ’র চাল বিতরণ করা হয়। এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, স্ব-স্ব ইউপি চেয়ারম্যান, ট্যাগ অফিসার, ইউপি সচিব ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত থেকে সুন্দর ও সফলভাবে এ কার্যক্রম সম্পন্ন করেন। Related posts:ঝিনাইগাতীতে বণিক সমিতির নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণমহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাশেরপুরে ছাত্র আন্দোলনে শহীদ সবুজ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ Post Views: ১২০ SHARES শেরপুর বিষয়: