নাকুঁগাও স্থলবন্দরের সম্ভাবনা অনেক বেশি: আইবিসিসিআই সভাপতি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৩ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: আমদানি-রপ্তানীতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলাস্থ নাকুঁগাও স্থলবন্দরের সম্ভাবনা অনেক বেশি। যা এক বছরের মধ্যে আরো পাঁচ গুণ আমদানি বৃদ্ধি সম্ভব বলে জানিয়েছেন ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আবদুল মাতলুব আহমেদ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নাকুঁগাও স্থলবন্দর পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে তিনি এ কথা জানান। তিনি বলেন, বেনাপোল বন্দর ছাড়াও দেশের অন্যান্য বন্দরের চেয়ে এই নাকুঁগাও স্থলবন্দরটি সম্ভাবনাময়। কারণ, ঢাকা থেকে অন্যান্য বন্দরের চেয়ে এই বন্দরের দূরত্ব কম, মাত্র ১৯৫ কিলোমিটার। তিনি আরও বলেন, আমরা চাই শুধু ভারত থেকে আমদানি নয়; ভুটান থেকেও সকল বৈধ পণ্য আমদানি-রপ্তানী করবো। এজন্য এ বন্দরে প্রয়োজনীয় সরঞ্জামও যোগান দিবো। যাতে খুব সহজেই আমদানি-রপ্তানী করে এ অঞ্চলের অর্থনীতি পাল্টে যায়। তিনি বলেন, আমার মতে, শেরপুরের ব্যবসায়ীরা এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানী করলে নাকুঁগাও বন্দরটি বাংলাদেশের সেরা বন্দর হবে। পরে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বাংলাদেশ বাণিজ্য উন্নয়নে নাকুঁগাও স্থলবন্দরের সম্ভবনা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এসময় বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটির সদস্য জাহাঙ্গীর কবির, আইবিসিসিআই’র এডমিন অফিসার সঞ্জিব কুমার বালা, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশন, নাকুঁগাও স্থলবন্দরের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন। Related posts:উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ঝিনাইগাতীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময়নালিতাবাড়ীতে কর্মহীনদের মাঝে আ’লীগ নেতা আঃ লতিফ কর্তৃক নগদ অর্থ ও সামগ্রী বিতরণশেরপুরে অবৈধ সেমাই কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা Post Views: ১৬৩ SHARES শেরপুর বিষয়: