বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ঝিনাইগাতী সদর ইউপি বিজয়ী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৪ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদ বনাম নলকুড়া ইউনিয়ন পরিষদ অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় নলকুড়া ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে ঝিনাইগাতী সদর ইউনিয়ন বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমানসহ পুলিশ সদস্য, সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্যগণ ও ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ। Related posts:শেরপুরে সাংস্কৃতিক অঙ্গণের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগঝিনাইগাতীতে ৪টি অবৈধ স’মিলের যন্ত্রাংশ জব্দঝিনাইগাতীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত Post Views: ১০২ SHARES শেরপুর বিষয়: