ঝিনাইগাতীর বাগেরভিটা সততা সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২০

হারুন অর রশিদ দুদু ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা সততা সংগঠনের উদ্যোগে যথাযথ মর্যাদায় ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগষ্ট শনিবার বিকেল ৫টায় এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভটপুর এইচ.ইউ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজমুল হাসান রুমান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন, ফ্যান্টাসী কর্পোরেশন এর নির্বাহী পরিচালক ও বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধানশাইল বাজার বণিক সমিতির সভাপতি ও ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সদস্য, জাকির হোসেন, ধানশাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম ময়না, সাধারণ সম্পাদক আজিজুর রহমান কালু। ওইসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরভিটা সততা সংগঠনের সদস্য মাসুম রানা, আঃ রাজ্জাক, শাহজাদা ফটিক, মাহমুদুল হাসান মিলন, মনিরুজ্জামান মনির মাস্টার, মমতাজ আলী মাস্টার প্রমুখ।
ওই অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন, রাজু, আতিক, মেহেদী, সোহেল, মাহমুদুল ও আরিফসহ অনেকেই। আলোচনা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সামাজিক দূরত্ব বজায় রেখে ভোনা খিঁচুরির প্যাকেট বিতরণ করা হয়।