শ্রীবরদীতে জাতীয় যুব দিবস পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৯ শ্রীবরদী প্রতিনিধি : ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। ১ নভেম্বর শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তর অফিস চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সোমেশ্বরী হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মন্জুর আহসান, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ। পরে মৎস্য চাষ, কম্পিউটার ট্রেনিং ও হাঁস-মুরগী পালনে প্রশিক্ষিত ১৪ জন যুবকের মাঝে ৮ লাখ ৮০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়াও ৪টি যুব সংগঠনের মাঝে ২০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়। Related posts:স্বাধীনতাবিরোধীদের মাথা উঁচু করে দাঁড়াতে দিবো না : তথ্য প্রতিমন্ত্রীজামালপুরে প্রান্তিক কৃষকদের মাঝে সার বীজ বিতরণজামালপুরে নতুন করে আরও ৩ জন করোনায় আক্রান্ত Post Views: ২১৩ SHARES সারা বাংলা বিষয়: