ঝিনাইগাতীতে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৪

হারুন অর রশিদ দুদু : কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় শেরপুরের ঝিনাইগাতীতে কৃষি মেলা-২০২৪ উদ্বোধন করা হয়েছে। ২৯ জুন শনিবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
পরে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও’র সভাপতিত্বে ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জহুরুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়। এ সময় অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তারসহ কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মীগণ। এ সময় উপকারভোগীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। মেলায় ফলদ, বনজ ও ঔষধি গাছ এবং উৎপাদিত কৃষিপণ্য ও কন্দাল ফসল বিষয়ে ১৫ টি স্টল স্থাপন করা হয়েছে।