শেরপুরে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৪

শেরপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই সোমবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত ওই ফাইনালে সদর উপজেলার ছানুয়ার হোসেন মডেল কলেজ একাদশ নকলা উপজেলার হাজী জালমামুদ কলেজ একাদশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।


খেলা শেষে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, চরশেরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আসাদুজ্জামান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ছানুয়ার হোসেন মডেল কলেজ একাদশকে ২৫ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি এবং রানার্সআপ হাজী জালমামুদ কলেজ একাদশকে প্রাইজমানি হিসেবে ১৫ হাজার টাকা ও ট্রফি পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
উল্লেখ্য, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবারের টুর্ণামেন্টে জেলার কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে গড়া ১৬টি দল অংশগ্রহণ করে। দলগুলো দু’টি গ্রুপে ভাগ হয়ে নকআউট ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করে। জেলার চ্যাম্পিয়ন ও রানারআপ দল দু’টি পরিবর্তীতে বিভাগীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে।