শেরপুরে এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন পুলিশ সুপার

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৪

সারাদেশের ন্যায় শেরপুরেরও গত ৩০ জুন থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৪ এর পরীক্ষার কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম। মঙ্গলবার (২ জুলাই) সকালে জেলা শহরের পরীক্ষার বিভিন্ন কেন্দ্রসমূহ সরজমিনে পরিদর্শন করেন তিনি।


পরিদর্শনকালে পুলিশ সুপার আকরামুল হোসেন পরীক্ষার কেন্দ্রের নিরাপত্তা পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তা ও কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার পূর্বে ও পরে যানযট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক কার্যক্রম তদারকি করেন।
ওইসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হকসহ পরীক্ষায় সংশ্লিষ্ট শিক্ষকমন্ডলীগণ উপস্থিত ছিলেন।