নালিতাবাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৪ শেরপুরের নালিতাবাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ মো. ইসমাইল হোসেন (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৬ জুলাই ) দুপুরে গ্রেফতারকৃত মো. ইসমাইল হোসেনকে শেরপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে উপজেলার মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. ইসমাইল হোসেন কুমিল্লা জেলার বুড়িচং থানার লড়িবাগ মধ্যপাড়া গ্রামের আ: কাদিরের পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় মো. ইসমাইল হোসেনকে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। Related posts:ঝিনাইগাতীতে ১ হাজার পিস ইয়াবাসহ শ্রমিক নেতা গ্রেফতারনকলায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারশেরপুরে ঝুলন্ত অবস্থায় নববধূর লাশ উদ্ধার ॥ স্বামী পলাতক Post Views: ৯৯ SHARES শেরপুর বিষয়: