নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৪

শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে তামান্না (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ৬ জুলাই শনিবার দুপুরে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের বানেশ্বর্দী কান্দাপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। তামান্না ওই এলাকার ভ্যানচালক লিচু মিয়ার কন্যা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে খেলতে খেলতে শিশু তামান্না সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তামান্নাকে মৃত বলে ঘোষণা করেন।
বানেশ্বর্দী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. মাজহারুল আনোয়ার মহব্বত ও নকলা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।