আমার জীবনটা খুবই ঝুঁকিপূর্ণ : শেখ হাসিনা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৪ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার জীবনটা খুবই ঝুঁকিপূর্ণ। আর যারা আমার নিরাপত্তা দেন, তারাও যথেষ্ট ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন।’ রবিবার (৭ জুলাই) ঢাকা সেনানিবাসে ‘প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট’ (পিজিআর)-এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি। জীবনের ঝুঁকি নিয়ে নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রপতির বিদেশ ভ্রমণ, সাধারণ যাতায়াত, চিকিৎসা সহায়তা ও জরুরি চিকিৎসাসেবা এবং আতিথেয়তা পরিষেবাসহ সব ধরনের নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য পিজিআরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, পিজিআরের নেতৃত্ব ও নিরাপত্তা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। ফোর্সেস গোল-২০৩০ ধাপে-ধাপে বাস্তবায়ন করা হচ্ছে জানিয়ে সরকারপ্রধান বলেন, পিজিআরের এখন এপিসিসহ আধুনিক সরঞ্জাম যোগ করা হয়েছে। এর অপারেশনাল দক্ষতা বাড়াতে সরঞ্জামাদি যেমন বেড়েছে; তেমনি এই রেজিমেন্টের সদস্যসংখ্যাও বাড়ানো হয়েছে। তিনি বলেন, কারো রক্তচক্ষুকে ভয় করে না বাংলাদেশ। এ দেশকে আর কেউ পেছনে টানতে পারবে না। অপ্রতিরোধ্য অগ্রগতির পানে এগিয়ে যেতে হবে। শেখ হাসিনা বলেন, ‘দেশের সম্পদ বিক্রি করে কখনও ক্ষমতায় যাওয়ার চিন্তা করিনি। বড় দেশ আমেরিকা, তাদের কোম্পানি গ্যাস তুলে বিক্রি করবে ভারতের কাছে। আমি রাজি হইনি। এজন্য ক্ষমতায় আসতে পারিনি। দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় বসতে হবে–এই দুর্বলতা কখনও আমার মধ্যে ছিল না।’ দেশের উন্নয়নচিত্র তুলে দরে প্রধানমন্ত্রী বলেন, ‘খবরদারি করা বড় দেশগুলোও এখন বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি অস্বীকার করতে পারে না। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। আমেরিকার চেয়ে এক পার্সেন্ট হলেও দারিদ্র্যের হার কমাতে হবে দেশে।’ সেনানিবাসের অতীত চিত্র তুলে ধরে তিনি বলেন, জিয়াউর রহমানের সময় সেনানিবাসের আকাশ-বাতাস ভারী হতো বিধবাদের কান্নায়। Related posts:৩৫ দেশ থেকে ১৮০ পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে আবেদন করেছে : পররাষ্ট্র মন্ত্রণালয়দোষী প্রমাণ হলে জাবি ভিসির বিরুদ্ধে ব্যবস্থা : কাদের১ নভেম্বর থেকে পলিথিন বিরোধী অভিযান চালানো হবে : সৈয়দা রিজওয়ানা Post Views: ৭৭ SHARES জাতীয় বিষয়: