ভিক্ষুক মুক্ত ঝিনাইগাতী গড়ার প্রত্যয়ে ভিক্ষুকদের মাঝে আয় বর্ধনকারী সামগ্রী বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৪ হারুন অর রশিদ দুদু : ভিক্ষুক মুক্ত ঝিনাইগাতী গড়ার প্রত্যয়ে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় শেরপুরের ঝিনাইগাতীতে ৭ জন ভিক্ষুকদের মাঝে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা দপ্তরের আয়োজনে আয়বর্ধনকারী সামগ্রী/অনুদান বিতরণ করা হয়েছে। ১১ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানীর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা। এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক, অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। ওই সময় ২ জন ভিক্ষুককে ২টি অটোরিক্সা, ১ জনকে ভ্যান, ২ জনকে ২টি গরু এবং ২ জনকে অনুদান হিসেবে মনোহারী দোকানের জিনিসপত্র প্রদান করা হয়। Related posts:শ্রীবরদীতে আগুনে পুড়ল ২০ দোকানশেরপুরে বাকপ্রতিবন্ধী কিশোরীর লাশ উদ্ধারনালিতাবাড়ীতে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত Post Views: ১১২ SHARES শেরপুর বিষয়: