কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের মামলা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৪ কোটা সংস্কার আন্দোলন থেকে পুলিশের যানবাহন ভাঙচুর, হামলা এবং মারধরের অভিযোগে শাহবাগ থানায় মামলা করেছে পুলিশ। এতে আসামি হিসেবে ‘অজ্ঞাতপরিচয় অনেক শিক্ষার্থী’ উল্লেখ করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়িচালক খলিলুর রহমান বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন। বলা হয়েছে, বিবাদীরা বেআইনিভাবে জড়ো হয়ে দাঙ্গা সৃষ্টি করে সরকারি কাজে বাধা দেন ও সম্পত্তির ক্ষতি করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, কোটা আন্দোলনকারীরা স্বেচ্ছায় আঘাত করেন, গতিরোধ, দাঙ্গা দমনকারী কর্তব্যরতদের প্রতি আক্রমণ ও বাধা দিয়ে ক্ষতিসাধন ও ভয়ভীতি দেখান। শনিবার দুপুরে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন শাহবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন। তিনি বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানায় মামলা হয়েছে। সরকারি কাজে বাধা ও সম্পত্তির ক্ষয়ক্ষতির অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের হয়েছে। এ ছাড়া, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তারা বাদী হয়ে একটি মামলা করেছে।’ Related posts:প্রশ্নফাঁস চক্রের আরও ১৪ জনকে খুঁজছে সিআইডিপদোন্নতি পেয়ে পুলিশ সুপার হলেন ৩০ কর্মকর্তাকায়রো পৌঁছেছেন ড. ইউনূস Post Views: ৮১ SHARES জাতীয় বিষয়: