ঝিনাইগাতীতে পচা-বাসি খাদ্য রাখা ও অপরিষ্কার রাখায় ৩ হোটেলকে জরিমানা

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৪

হারুন অর রশিদ দুদু : নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা প্রশাসন। এসময় পচা-বাসি খাদ্য রাখা ও হোটেলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখার দায়ে ঝিনাইগাতী সদর বাজারের মেইন রোডের আড্ডা হোটেল, মা হোটেল এন্ড মিষ্টান্ন ভাণ্ডার ও সাদিক হোটেলকে ২ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
১৫ জুলাই সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ও সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে সব হোটেল ও রেস্তোরাঁকে লাইসেন্স সংগ্রহ ও নবায়ন করার জন্য পরামর্শ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার সতর্ক করে দেওয়া হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।