নালিতাবাড়ীতে ধান খেত থেকে অজগর উদ্ধার, বনে অবমুক্ত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, মে ২১, ২০২৫ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে বোরো ধান খেত থেকে একটি বিরল প্রজাতির অজগর উদ্ধোরের পর তা বনে অবমুক্ত করেছে স্থানীয় বন বিভাগ। বুধবার (২১ মে) সকালে উপজেলার ধোপাকুড়া গ্রামের মোবারকের বাড়ি সংলগ্ন ধান খেত থেকে স্থানীয় কৃষকরা সাপটি উদ্ধার করে বন বিভাগকে দেওয়া হলে দুপুরে তা বনে অবমুক্ত করা হয়। স্থানীয় সূত্র ও বন বিভাগ জানায়, পোড়াগাঁও ইউনিয়নের ধোপাকুড়া গ্রামের কাঠমিস্ত্রী মোবারকের বাড়ি সংলগ্ন একটি ধান খেতে কাজ করছিলেন শ্রমিকরা। এসময় হঠাৎ তারা অজগর সাপ দেখতে পেলে তাৎক্ষণিক বস্তায় ভরে বন বিভাগকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বন বিভাগের মধুটিলা রেঞ্জের লোকজন তা উদ্ধার করে মধুটিলা বনে অবমুক্ত করেন। এসময় মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী, বিট কর্মকর্তা কাউসার হোসেন, বন কর্মকর্তা ওয়ালিদ বিন মতিনসহ বন বিভাগের অন্যান্যরা উপস্থিত ছিলেন। Related posts:নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু, ক্ষিপ্ত হয়ে অন্য হাতিদের তাণ্ডবশেরপুরে স্কুল দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্বপ্নীল বনিকশ্রীবরদীতে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত Post Views: ৩৯ SHARES শেরপুর বিষয়: