শেরপুরে শিক্ষার্থী-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় পুলিশের ৩ মামলা ॥ গ্রেফতার ৭ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৪ শেরপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় দেড় হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পৃথক ৩টি মামলা করেছে পুলিশ। একই সাথে ওইসব মামলায় শিবির ও ছাত্রদল নেতাসহ ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৭ জুলাই বুধবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে ওইসব মামলার এজাহারনামীয় ৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে নালিতাবাড়ী উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ওমর ফারুক, শহর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আবু সুফিয়ান সানী, ছাত্রদল নেতা রিশাদকে গ্রেফতার করা হয়। এছাড়াও শেরপুর থেকে ২ জন ও নকলা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই মাঠে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল ১০টা থেকে জেলা পুলিশ এবং র্যাবের সমন্বয়ে যৌথ মহড়ায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টহল দেওয়াসহ মোড়ে মোড়ে বসানো হয়েছে পুলিশ পাহারা। এ ব্যাপারে পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম জানান, ছাত্রদের কোটাবিরোধী আন্দোলনে আমাদের কোন আপত্তি নেই। তবে তাদের শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে অন্য কোন রাজনৈতিক দল যাতে সুবিধা না নিতে পারে এবং আইনশৃঙ্খলার অবনতি করতে না পারে, সেজন্য আমরা মাঠে আছি। তিনি আরও বলেন, গতকালের ঘটনায় ৩টি মামলা হয়েছে এবং কয়েকজনকে আটক করা হয়েছে। উল্লেখ্য, বুধবার বিকেলে কোটা সংস্কারের দাবিতে শেরপুর শহরে বিক্ষোভ মিছিল করাকালে শিক্ষার্থীদের সাথে অংশ নেয় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরাও। ওইসময় তাদের সাথে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে। ওইসময় অন্তত ২০ শিক্ষার্থী, কয়েকজন ছাত্রলীগ নেতা ও পুলিশ সদস্য আহত হন। ওইসময় বিস্ফোরণে কবজি উড়ে যায় পুলিশের নায়েক শফিকুল ইসলামের। Related posts:ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের উদ্বোধননালিতাবাড়ীতে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচীঝিনাইগাতীতে বিএনপির ১৪ নেতা-কর্মীর আ.লীগে যোগদান Post Views: ১১৬ SHARES শেরপুর বিষয়: