ঝিনাইগাতীতে সঞ্চয়ের চেক-সনদ পেলেন হতদরিদ্র নারীরা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৪ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়িত নারী কর্মীদের জমাকৃত সঞ্চয় ফেরতের চেক ও সনদ প্রদান করা হয়েছে। ২৯ জুলাই ২০২৪ সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী শুভ বসাকের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম নারী কর্মীদের মাঝে এ চেক ও সনদ বিতরণ করেন। এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলমসহ ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ও উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ। ওই সময় অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম দুস্থ নারীদের উদ্দেশ্যে বলেন, তিল-তিল করে জমানো এই সঞ্চয় অপচয় করলে হবে না, এই সঞ্চয় আপনাদের ভবিষ্যৎ। হাঁস-মুরগি ও গরু-ছাগল পালনের পাশাপাশি ব্যাংকে জমা রেখে প্রয়োজনের সময় উত্তোলন করে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। পরে দুস্থ নারীদের জমাকৃত সঞ্চয়ের টাকা জনপ্রতি ১ লাখ ২০ হাজার করে মোট ৬৯ জন নারীকে ৮২ লাখ ৮০ হাজার টাকার চেক ও সনদ হাতে তুলে দেওয়া হয়। Related posts:ঝিনাইগাতীতে হাতির আক্রমণে প্রাণ গেল কৃষকেরজামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী করলে কোন ঘুষ দুর্নীতি থাকবে না : নুরুজ্জামান বাদলনকলায় কিশোরের আত্মহত্যা Post Views: ৭২ SHARES শেরপুর বিষয়: