জয়ের ধারা অব্যাহত রেখে এগিয়ে যেতে হবে : স্পিকার

প্রকাশিত: ১১:১৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০১৯

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ১০০০তম ম্যাচে ৭ উইকেটের ব্যবধানে ভারতের বিপক্ষে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

তিনি বলেন, জয়ের ধারা অব্যাহত রেখে সামনে এগিয়ে যেতে হবে। ভারতের বিপক্ষে এ জয় ক্রিকেটের অগ্রযাত্রায় মাইলফলক হয়ে থাকবে।

রোববার (৩ নভেম্বর) রাতে এক অভিনন্দন বার্তায় তিনি এ কথা বলেন।

এছাড়া বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।