নকলার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ গ্রেফতার

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৪

শেরপুরের নকলা উপজেলার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ (২০) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি ১, জামালপুর। ২৯ জুলাই সোমবার রাতে জামালপুর জেলার সদর উপজেলার গোপালপুর বাজার এলাকা থেকে ধর্ষণ মামলার পলাতক আসামী সাব্বির আহম্মেদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী সাব্বির আহম্মেদ নকলা উপজেলা রুনীগাঁও গ্রামের মোঃ ফজলু মিয়ার ছেলে।
জানা গেছে, নকলা উপজেলার নয়াবাড়ী গ্রামের সাব্বির আহম্মেদ রুশি বেগমের নাতিন হয়। সেই সুবাদে সাব্বির আহম্মেদ তার নানা বাড়িতে প্রায়ই যাওয়া-আসা করত। সাব্বির আহম্মেদ ভিকটিমকে তার স্কুল ও প্রাইভেট পড়তে যাওয়ার পথে বিভিন্ন সময়ে প্রেম নিবেদন করে এবং একসময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে সাব্বির আহম্মেদ ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে বসতবাড়ি সহ বিভিন্ন জায়গায় ভিকটিমের সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করে এবং একপর্যায়ে ভিকটিম গর্ভধারণ করে। ভিকটিম অসুস্থ্য হওয়ায় সাব্বির আহম্মেদ কৌশলে ভিকটিমকে এমএমকিট ট্যাবলেট সেবন করতে দিলে ভিকটিম সাব্বির আহম্মেদকে বিশ্বাস করে ট্যাবলেট টি সেবন করেন। পরবর্তীতে ট্যাবলেট খাওয়ার পর ভিকটিমের গর্ভে থাকা সন্তান নষ্ট হয়ে যায়। অত:পর ভিকটিম সাব্বির আহম্মেদকে বিবাহের কথা বললে বার বার কৌশলে কথা এড়িয়ে যায় এবং সময় ক্ষেপণ করতে থাকে। একপর্যায়ে ভিকটিম বাধ্য হয়ে ঘটনার বিষয়টি তার ভাই মোঃ ছফির উদ্দিনকে জানালে ভিকটিমকে নিয়ে সাব্বির আহম্মেদের বাড়ীতে বিবাহের প্রস্তাব নিয়ে যান। এতে সাব্বির আহম্মেদ ও তার পরিবারের লোকজন ভিকটিমের কোন কথায় কর্ণপাত না করে উত্তেজিত হয়ে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ নানা ধরণে ভয়ভীতি প্রদর্শন করে বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেন। এছাড়াও ভিকটিমকে বিবাহ করবে না বলে সাফ জানিয়ে দেয় সাব্বির আহম্মেদ।
পরবর্তীতে চাঞ্চল্যকর এই ধর্ষণের ঘটনায় ভিকটিমের ভাই মোঃ ছফির উদ্দিন (৩০) নকলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
এদিকে ওই ঘটনাটি ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন ভিত্তিক মিডিয়ায় সংবাদ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকে আসামী গ্রেফতার এড়ানোর লক্ষে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকে। এরই প্রেক্ষিতে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানীর একটি আভিযানিক দল ২৯ জুলাই সোমবার রাতে জামালপুর জেলার সদর উপজেলার গোপালপুর বাজার এলাকা থেকে ধর্ষণ মামলার পলাতক আসামী সাব্বির আহম্মেদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে নকলা থানায় সোপর্দ করেছে র‌্যাব-১৪, সিপিসি ১, জামালপুর।