ঝিনাইগাতীতে মাদক সেবনকারীর ৩ মাসের কারাদণ্ড অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, আগস্ট ১, ২০২৪ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের নয়াগাঁও এলাকার মৃত ফসি উদ্দিনের পুত্র আব্দুল হান্নান (৩৮) নামে এক মাদক সেবনকারীকে ৩ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছে ভ্রাম্যমাণ আদালত। ৩১ জুলাই বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল এ সাজা প্রদান করেন। এক গোপন সংবাদের ভিত্তিতে বুধবার উপজেলা সদরের নয়াগাঁও এলাকায় মাদক সেবনরত অবস্থায় আব্দুল হান্নানকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী আসামি আব্দুল হান্নানকে ৩ মাসের কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পরিকল্পনা গ্রহণ করেছে। মাদক রাখা ও সেবনের মাধ্যমে একদিকে যেমন স্বাস্থ্য ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তেমনি একটি পরিবারে অশান্তি নেমে আসে। এজন্য তিনি সকলকে মাদকের বিরুদ্ধে কাজ করার জন্য দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, জনস্বার্থে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। Related posts:ধর্ষকদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে শেরপুরে মানববন্ধনমুজিববর্ষ উপলক্ষে প্রেস কাউন্সিলের উদ্যোগে শেরপুর প্রেসক্লাবে বই প্রদানশেরপুরে শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে খেলোয়াড়দের মাঝে আর্থিক অনুদান প্রদান Post Views: ১৪৮ SHARES শেরপুর বিষয়: