চট্টগ্রামে শিক্ষামন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর, গাড়িতে আগুন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৪ চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তার বাড়িতে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় নগরীর চশমা হিলের বাসায় এই ঘটনা ঘটে। জানা গেছে, শনিবার সন্ধ্যায় নগরের দুই নম্বর গেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল পৌঁছালে সেখান থেকে একটি অংশ মেয়র গলির দিকে অগ্রসর হয়। এরপরই চশমা হিলের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাড়ির দোতলার জানালা ক্ষতিগ্রস্ত হয়। পরে হামলাকারীরা গেট ভেঙে ঢুকে নিচে রাখা দুটি গাড়িও ভাঙচুর করে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা ঘটনাটি শুনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। Related posts:ময়মনসিংহে রেলক্রসিংয়ে ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ৪রাজশাহীতে মেধাবী শিক্ষার্থীদের বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ও সাধারণ শিক্ষা বৃত্তি প্রদানজামালপুরে জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিতদের শপথ গ্রহণ Post Views: ১০৫ SHARES সারা বাংলা বিষয়: