অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের পদত্যাগ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৪ পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বুধবার রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। ২০২০ সালের ৮ অক্টোবরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ওই সময়ের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্থলাভিষিক্ত হন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ওই সময়ের সভাপতি আমিন উদ্দিন এর আগে দুই মেয়াদে সমিতির সম্পাদক ছিলেন। ২০১৯-২০ মেয়াদে তিনি সমিতির সভাপতি ছিলেন। সর্বশেষ ২০২০-২১ মেয়াদে তিনি সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জুনিয়র সহকর্মী হিসেবে কাজ করেছেন। আমিন উদ্দিন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। Related posts:বিডিআর বিদ্রোহে শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধানির্বাচনীব্যবস্থা ঢেলে সাজানোর প্রস্তাব ইসলামী দলের৩২৩ পৌরসভার মেয়র অপসারণ Post Views: ৭৪ SHARES জাতীয় বিষয়: