শেরপুরের বিভিন্ন সড়কে ট্রাফিকের ভূমিকায় শিক্ষার্থী ও আনসার সদস্যরা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৪ শেরপুর শহরের বিভিন্ন সড়কে আনসার সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। সাথে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন সাধারণ শিক্ষার্থীরা। ৭ জুলাই বুধবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ট্রাফিক পুলিশের ভূমিকায় সড়কের কাজ করছেন সাধারণ শিক্ষার্থীরা। এক বা দুইজন আনসারের সাথে দশজন করে শিক্ষার্থী ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। শেরপুর শহরের থানা মোড়, নিউমার্কেট ও খোয়ারপাড় শাপলাচত্বর মোড়সহ বিভিন্ন জায়গায় ট্রাফিক পুলিশের ভুমিকা পালন করছেন শিক্ষার্থীরা। সড়কে গাড়িও সুশৃঙ্খলভাবে চলছে। যাতে যানযট না হয় এজন্য গাড়ি চালকদের বোঝাচ্ছেন শিক্ষার্থীরা। একই সাথে জেলার বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতার কাজ করছে তারা। শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, সড়কে ট্রাফিক পুলিশ না থাকায় মোড়ে মোড়ে যানযট ও বিশৃঙ্খলা হচ্ছে। তাই আনসার সদস্যদের সাথে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনে তারা রাস্তায় নেমেছেন। শ্রীবরদী সরকারি কলেজের শিক্ষার্থী সিয়াম বলেন, ‘রাস্তায় ট্রাফিক পুলিশ নাই। সড়কে বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল। তাই আমরা ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করছি। আমাদের দেশ সুন্দর, সুশৃঙ্খলভাবে আমাদেরই গড়ে তুলতে হবে। সকাল থেকেই এখানে দায়িত্ব পালন করছি।’ ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী লিপু বলেন, ‘দেশের সরকার এখনও গঠন হয় নাই। সেজন্য আমরা সাধারণ ছাত্ররা রাজপথে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছি।’ এদিকে শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব নেওয়ায় খুশি সাধারণ মানুষও। অটোচালক আব্দুল মালেক জানান, দুইজন আনসার সদস্য খোয়ারপাড় মোড়ে দায়িত্ব পালন করছে। এটা একটা বড় মোড় তবে ট্রাফিক পুলিশ না থাকায় সড়কে যানজট লাগতে পারে তাই শিক্ষার্থীরা ভালো ভূমিকা পালন করছে। সবাই নিয়ম অনুযায়ী চলাফেরা করছে। আরেক সিএনজি চালক বারেক বলেন, ‘শিক্ষার্থীরা ভালো দায়িত্ব পালন করছে। তারা মোড়ে থাকায় আমরা সুন্দরভাবে গাড়ি চালাতে পারতাছি। কোন যানযট নাই।’ Related posts:শেরপুরে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিতশেরপুরে বিডিক্লিনের অভিনব সচেতনতাশেরপুরে যোগিনীমুরা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ Post Views: ৮৭ SHARES শেরপুর বিষয়: