পত্রপত্রিকার বিজ্ঞাপনে ড. ইউনূসের ছবি ব্যবহার নিষিদ্ধ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৪ ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর গতকাল শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। পরদিনই কয়েকটি জাতীয় পত্রিকায় ড. ইউনূসের ছবি ব্যবহার করে সরকারের প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে বিজ্ঞাপন দিয়েছে কিছু প্রতিষ্ঠান। এ নিয়ে শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা–সমালোচনা চলছে। এবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এ ধরনের বিজ্ঞাপন বা প্রচারে প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার করা যাবে না। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ‘পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় মাননীয় প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার নিষিদ্ধ করা হলো।’ Related posts:নিপাহ ভাইরাসে ৫ জনের মৃত্যুঢাকায় পৌঁছেছেন কাতারের আমিরবর্তমান সরকার অপ্রয়োজনীয় মেগা প্রকল্প গ্রহণ করে না: প্রধানমন্ত্রী Post Views: ৬১ SHARES জাতীয় বিষয়: