নালিতাবাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৪ শেরপুরের নালিতাবাড়ীতে আমন ধানের জমিতে বজ্রপাতে সোহেল রানা (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ১০ আগস্ট শনিবার দুপুরে উপজেলার মরিচপুরান ইউনিয়নের কোন্নগর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত সোহেল উপজেলার কোন্নগর গ্রামের জামাল উদ্দীনের ছেলে। নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দুপুরে কৃষক সোহেল রানা বাড়ির পাশে মাঠে আমন ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয় ও বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়। Related posts:ঝিনাইগাতীতে জমি বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার অসহায় রিক্সা চালকশেরপুরে জেলা পুলিশের আনন্দ উৎসব উদযাপনঝিনাইগাতীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ ফাইনাল খেলায় নলকুড়া বিজয়ী Post Views: ৭১ SHARES শেরপুর বিষয়: