শেরপুরে ১১ দফা দাবিতে পুলিশ সদস্যদের বিক্ষোভ

প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২৪

শেরপুরে অধস্তন পুলিশ কর্মচারীদের কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ৭ জুলাই বুধবার দুপুরে শেরপুর পুলিশ লাইন্সে প্রায় সাড়ে ৮০০ এসআই, এএসআই, নায়েক ও কনস্টেবল পুলিশ লাইন্সের ভেতরে বিক্ষোভ-সমাবেশ করেন। আন্দোলনকারী পুলিশ সদস্যরা বলেন, ‘রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ চাই’। পুলিশ সংস্কারের ১১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরে যাবেন না বলে জানান তারা।
তারা বলেন, পুলিশের বিসিএস ক্যাডার কর্মকর্তারা রাজনৈতিক প্রভাবে থেকে নিজেরা সুবিধা ভোগ করে যাচ্ছেন। মরতে হচ্ছে নিরীহ অধস্তন পুলিশ সদস্যদের। নিগৃহীত হতে হচ্ছে সমাজের চোখে।
আন্দোলনকারীদের সমন্বয়ক সাব্বির বলেন, পুলিশের ব্রিটিশ আইন রহিত করে স্বাধীন বাংলাদেশের আইন প্রতিষ্ঠার মাধ্যমে পুলিশকে স্বাধীন অর্থাৎ রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে সংস্কারের মাধ্যমে পুলিশকে সত্যিকারের জনগণের বন্ধু হিসাবে রূপান্তরিত করা হোক।