বই ছাপাতে এবার কোনো দুর্নীতি হবে না: শিক্ষা উপদেষ্টা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৪ বই ছাপাতে এবার কোনো ধরনের দুর্নীতি হবে না—বলে জানিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ২১ আগস্ট বুধবার বিকেলে সচিবালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা আরও বলেন, ‘ইতিমধ্যে যেসব বই ছাপার দরপত্র আহ্বান করা হয়েছিল, তা বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার বই ছাপার মান ও কাগজের মান ভালো হবে। কারণ, এবার দুর্নীতি হবে না।’ শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) নিয়োগের প্রক্রিয়া চলছে। সবার গ্রহণযোগ্য ব্যক্তিকে ভিসি নিয়োগ করা হবে বলে উল্লেখ করে সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। Related posts:শুক্রবার থেকে ৯-৫টা শপিংমল-দোকান খোলাচোখের জলে চিরনিদ্রায় শায়িত মাগুরার সেই শিশুটিমগবাজারে বিস্ফোরণ: তদন্ত কমিটির কাজ শুরু Post Views: ৮৫ SHARES জাতীয় বিষয়: