জামালপুরে ১৩ ড্রেজার ধ্বংস

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০১৯

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার যমুনা, ব্রহ্মপুত্র, জিঞ্জিরাম নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করায় ১৩টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। ৪ নভেম্বর ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান চালান তিনি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি কুচক্রিমহল স্থানীয় বিভিন্ন নদী থেকে ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এ নিয়ে ৩০ অক্টোবর বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসনে টনক নড়ে। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া ৪ নভেম্বর বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। অভিযানের সময় তিনি চিকাজানী, চুকাইবাড়ী, যমুনা নদী ও বাহাদুরাবাদের ঝালুরচর ব্রহ্মপুত্র নদী থেকে ১৩টি ড্রেজার মেশিন জব্দ করেন। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, দেওয়ানগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান, দেওয়ানগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা রোকসানা আক্তার, বাহাদুরাবাদ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মামুন মিয়া উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া জানান, পরিবেশ রক্ষায় বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।