শেরপুরে জব্দকৃত বিভিন্ন মাদক ধ্বংস অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৪ শেরপুরে নালিতাবাড়ী থানা পুলিশের জব্দকৃত ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা ধ্বংস করা হয়েছে। ২৭ মঙ্গলবার বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে জব্দকৃত ওইসব ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ, ফেনসিডিল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা ধ্বংস করা হয়। আদালত সূত্রে জানা যায়, শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ী থানার পুলিশ চলিত বছরের বিভিন্ন সময়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ওইসব মাদকসহ মাদক পাচারকারীকে গ্রেফতার এবং মদ জব্দ করে। পরে আদালতের নির্দেশনায় মঙ্গলবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভুঁইয়ার উপস্থিতিতে ৭৭ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ, ৬৭ বোতল ফেনসিডিল, ৪০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৬০ গ্রাম গাঁজা আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে ধ্বংস করা হয়। ওইসময় কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার শহীদুল হক, নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব ভৌমিক, কোর্ট সহকারি উপ-পরিদর্শক ফাতেমা বেগমসহ আদালতের কর্মচারীগণ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরের নকলায় কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে লম্পট পিতা গ্রেফতারশেরপুরে স্ত্রী ও শ্বাশুড়িকে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলায় স্বামীর মৃত্যুদণ্ডনকলায় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল একই পরিবারের ২ জনের মৃত্যু Post Views: ১০৯ SHARES শেরপুর বিষয়: