শেরপুরে জেল পালানো বন্দিদের আত্মসমর্পণের গণবিজ্ঞপ্তি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শেরপুর জেলা কারাগারে দুস্কৃতিকারীদের হামলার প্রেক্ষিতে কারাগার থেকে পলায়নকারী সকল বন্দীদের আত্মসমর্পণের জন্য গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ২৮ আগস্ট বুধবার ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মনিরুল হাসান সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ওই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, পলায়নকারী সকল কারাবন্দীকে সংশ্লিষ্ট আদালত অথবা থানায় অবিলম্বে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য, গত ৫ আগস্ট বিকেলে শেরপুর জেলা কারাগারে দুস্কৃতকারীদের হামলার প্রেক্ষিতে ৫১৮ জন বন্দী পালিয়ে যায়। Related posts:নালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ জুয়ারীর কারাদণ্ডনকলায় এক গাভীর ৪ বাছুরের জন্মময়মনসিংহ রেঞ্জ ক্রিকেটে স্বাগতিক শেরপুর জেলা চ্যাম্পিয়ন Post Views: ১৫২ SHARES শেরপুর বিষয়: