জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিবেন ড. ইউনূস অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৪ জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (০১ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান। জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা যাচ্ছেন কি না এমন প্রশ্নে তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাচ্ছেন সেটার সিদ্ধান্ত হয়েছে। তবে তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন। ওয়াশিংটনে গেলে হয়ত আরও কিছু কাজ হতে পারত কিন্তু তিনি অল্প সময়ে খুব তাড়াতাড়ি নিউইয়র্ক থেকে ফিরে আসবেন। প্রধান উপদেষ্টা কবে যাচ্ছেন সে বিষয়ে জানতে চাইলে তোহিদ হোসেন বলেন, সেটা আরেকটু সময় যাক, পরে সেটি বুঝা যাবে। সেখানে কার সঙ্গে বৈঠক হবে সে বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা তো গেলে হবেই। কিছু কিছু কথা বার্তা হচ্ছে। কিছু বৈঠক হবে এটুকু বলতে পারি। তবে স্পেসিফিক বলতে পারি না। সব ক্ষেত্রে সব হেড অব স্টেট যান এমনটা তো নয়। নিউইয়র্কে যে ফরমেট সেভাবে হবে। ওয়াশিংটনে তো তিনি যাবেন না। Related posts:তিনদিনের সফরে কাতার গেলেন প্রধানমন্ত্রী২০৩০ সালের মধ্যে শতভাগ লোকের কর্মসংস্থান : অর্থমন্ত্রী‘১ মিনিটে নগদ একাউন্ট’ পরিসেবার উদ্বোধন Post Views: ১৪০ SHARES জাতীয় বিষয়: