শেরপুরে যুবকের আত্মহত্যা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৪ শেরপুরে গলায় উড়না পেঁচিয়ে সহিব (২০) নামে এক শিক্ষার্থী (ভাড়া) বাড়িতে আত্নহত্যা করেছে। ৫ সেপ্টেম্বর শুক্রবার রাত আনুমানিক ১০ টা দিকে শেরপুর পৌরসভার গৌরিপুর বাকরাকসা এলাকায় তাদের (ভাড়া) বাড়িতে ওই ঘটনা ঘটে। নিহত সহিব ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনিস্টিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সুত্রে জানা যায়, শেরপুর পৌরসভার গৌরিপুর বাকরাকসা এলাকায় ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন হাবিবুর রহমান । গত রাতে বাড়িতে সহিব ও তার মা ছিলেন। পারিবারিক ঝামেলা থেকে বাবা-মার সাথে রাগারাগি করে তার নিজ কক্ষে রাত ১০ টা দিকে গলায় উড়না পেঁচিয়ে আত্নহত্যা করে শিক্ষার্থী সহিব। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। পরে ময়নাতদন্তের পর আজ শুক্রবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক অবস্থায় এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রির্পোট হাতে আসলে মৃত্যুর কারণ জানা যাবে। একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে। Related posts:ঘূর্ণিঝড় মোখা‘র প্রভাব থেকে পরিত্রানের উদ্দেশ্যে ঝিনাইগাতীতে প্রস্তুতিমূলক সভাশ্রীবরদীতে ইউপি নির্বাচনের দুই দিন পর বস্তাভর্তি ব্যালট উদ্ধারশেরপুরে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত Post Views: ২৬৬ SHARES শেরপুর বিষয়: