ঝিনাইগাতীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২১ হারুন অর রশিদ দুদু : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় মাঠে “ট্রাক শ্রমিক ৩২৭৭ তিনানী বাজার” বনাম “দেবত্তরপাড়া যুব সংঘ ফুটবল একাদশ” এর অংশ গ্রহণে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট-২০২১ অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর শুক্রবার বিকেলে মালিঝিকান্দা ইউনিয়ন যুবলীগের আয়োজনে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম তোতার সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আলহাজ্ব একেএম ফজলুল হক চাঁন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, শ্রীবরদী পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, আওয়ামীলীগের সাবেক এমপি এমএ বারীর পুত্র আলহাজ্ব মোহসিনুল বারী রুমি, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম বেলায়েত হোসেন, মালিঝিকান্দা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হক। এসময় উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়িকা আয়শা সিদ্দিকা রুপালী, মালিঝিকান্দা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামসহ আওয়ামীলীগ, যুবলীগ ও কৃষকলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় “দেবত্তরপাড়া যুব সংঘ” ফুটবল একাদশকে পরাজিত করে “ট্রাক শ্রমিক ৩২৭৭ তিনানী বাজার” ৩ গোলে জয় লাভ করে। উৎসুক জনতার আমেজ ছিল খেলার মাঠের প্রতিটি কানায় কানায়। Related posts:ঝিনাইগাতীতে ইউএনও রুবেল মাহমুদের দায়িত্ব পালনে সফলতার দুই বছরশ্রীবরদীতে ডিবি পুলিশের অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতারশেরপুরে অবৈধ জাল পোড়ানোর সময় অগ্নিদগ্ধ ৩, অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তাদের উদ্ধার করলো পুলিশ Post Views: ২১৯ SHARES শেরপুর বিষয়: