শ্রীবরদীতে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে যুবকের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৪ শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাজু মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার খড়িয়াকাজীরচর ইউনিয়নের ভাটি লংগরপাড়া গ্রামে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ওই ঘটনা ঘটে। নিহত সাজু মিয়া ওই গ্রামের কাসেম মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সাজু মিয়া দীর্ঘদিন যাবত ইলেক্ট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করে আসছে। সোমবার সকাল ১১ টার দিকে নিজের মর্টারের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় সে। পরে বাড়ির লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই সে মারা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও প্রাথমিক তদন্ত চলছে। সেইসাথে থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। Related posts:শেরপুরে বন্যার্তদের জন্য রোভার স্কাউট থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদানের চেক হস্তান্তরঝিনাইগাতীতে নারী ও শিশুর প্রতি সহিংসতা নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে বিট পুলিশং সভানকলা মুক্ত দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা Post Views: ১৪৪ SHARES শেরপুর বিষয়: