ঝিনাইগাতীতে ভারতীয় রুপীসহ ২ যুবক গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪ শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত থেকে ভারতীয় ৭ হাজার রুপী ও একটি মোটরসাইকেলসহ ২ যুবককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২২ নভেম্বর শুক্রবার ভোরে উপজেলার হলদীগ্রাম ১১০৯ পিলারের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো নলকুড়া ইউনিয়নের উত্তর হলদীগ্রামের আব্দুল্লাহর ছেলে মো: মোজাম্মেল হক (২৪) ও মৃত কাজলের ছেলে বিল্লাল হোসেন (২২)। হলদিগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে অবৈধভাবে সীমান্ত পথে ভারতে যাচ্ছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে হলদিগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো,আব্দুল আওয়ালের নেতৃত্বে একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তাদের আটক করে। ওইসময় দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ৭ হাজার ভারতীয় রুপী পাওয়া যায়। পরে গ্রেফতারকৃতদের থানা পুলিশে সোপর্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন বলেন, ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। Related posts:শেরপুরের নবাগত জেলা প্রশাসকের সাথে নবাগত পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎঝিনাইগাতীতে গৃহবধুকে গণধর্ষণ ॥ গ্রেফতার ২ঝিনাইগাতীতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে জয়িতাদের সংবর্ধনা Post Views: ১৪৭ SHARES শেরপুর বিষয়: