সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি গ্রেপ্তার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৪ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেপ্তার করা হয়েছে। আশুলিয়া থানায় করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) ভোরে রাজধানী থেকে জ্যোতিকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ। এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ বলেন, সাফি মুদ্দাসির খান জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিতে আদালতে পাঠানো হবে। এর আগে গত ৫ আগস্ট বিকেলে রাজধানী ধানমন্ডিতে অবস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় আন্দোলনকারী স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে পড়েন। বাড়ির ভেতর থেকে অগ্নিসংযোগ করা হয়। উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। তৎকালীন এই প্রধানমন্ত্রীর পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের একের পর এক দুর্নীতি সামনে আসছে। সেই সঙ্গে চলছে মামলা ও গ্রেপ্তার। Related posts:সরকারকে জীবনের পাশাপাশি জীবিকাকেও দেখতে হচ্ছে : কাদেরনিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রীপৌরসভা নির্বাচন: আওয়ামী লীগ ১৮, বিএনপি ২, স্বতন্ত্র ৩ Post Views: ১৫৬ SHARES জাতীয় বিষয়: