বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৪ বঙ্গোপসাগরে সৃষ্ট স্থল গভীর নিম্নচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। অপরদিকে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে। এ অবস্থায় দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। রোববারও (১৫ সেপ্টেম্বর) দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পরদিন থেকে বৃষ্টি কমে আসবে। সে সঙ্গে তাপমাত্রাও বৃদ্ধি পেতে পারে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দ্বিতীয় দিনের (১৫ সেপ্টেম্বর) পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সে সঙ্গে কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তৃতীয় দিনে (১৬ সেপ্টেম্বর) বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সে সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা দু-তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আবহাওয়া অফিস বলছে, বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। Related posts:বাজার সিন্ডিকেটের সঙ্গে কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে: সেতুমন্ত্রীকরোনা ভাইরাস প্রতিরোধে শেরপুর জেলায় ১শ টন চাল ও ৭ লাখ টাকা বরাদ্দরক্ত ঝরবে কিন্তু দেশের সীমান্ত সুরক্ষিত থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা Post Views: ১৪৯ SHARES জাতীয় বিষয়: