পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীতে নকলায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৪

শেরপুরের নকলায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৬ হিজরী উদযাপন উপলক্ষে নবীজির জীবনাদর্শ, কর্ম ও তাঁর শিক্ষা বিষয়ক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর, ১২ রবিউল আউয়াল) সকালে উপজেলার প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের আয়াজনে এদিবসটি উদযাপন করা হয়।

এর অংশ হিসেবে, উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদরাসা মিলনায়তনে মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম-এঁর সভাপতিত্বে নবীজির জীবনাদর্শ, কর্ম ও তাঁর শিক্ষা বিষয়ক আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহসুপার মাওলানা মো. ফজলুল করিম, বিবিরচর রহমানিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. রেজাউল করিম, সহকারী মৌলভী হযরত আলী, দশম শ্রেণীর শিক্ষার্থী নুসরত জাহান ও রুমি আক্তার, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মোঃ রিয়াজুল করিম সাফি প্রমুখ।
আলোচনা সভার পরে উপস্থিত সকলকে সাথে নিয়ে দেশ ও জাতির মঙ্গলার্থে বিশেষ দোয়া পরিচালনা করেন সহসুপার মাওলানা মো. ফজলুল করিম।