নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ টি ড্রেজার মেশিন ধ্বংস অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৪ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ টি ড্রেজার মেশিন ও শতাধিক পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও বিজিবি সদস্যরা। ১৪ সেপ্টেম্বর শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত ও গত শুক্রবার উপজেলার সীমান্তবর্তী পানিহাটা, তারানি ও নাকুগাঁও এলাকায় ওই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত উপজেলার ভোগাই নদীর ইজারাবহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন করে আসছিলো অসাধু কিছু বালু ব্যবসায়ী। এ নিয়ে বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ও কারাদন্ড প্রদান করা হয়েছে। এরপরও পুরোপুরি থামছিল না বালু উত্তোলন। পরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গত শুক্রবার ও শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার সীমান্তবর্তী তারানি, পানিহাটা ও নাকুগাঁও এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন ও বিজিবি সদস্যরা। এসময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৫০ টি ড্রেজার মেশিন ও প্রায় শতাধিক পাইপ ধ্বংস করা হয়। এছাড়াও কেউ যেনো নদী থেকে অবৈধভাবে বালু পরিবহন করতে না পারে সেজন্য বিভিন্ন স্থানে বেকু দিয়ে রাস্তার বিভিন্ন স্থানে বড় গর্ত ও রাস্তা কেটে দেওয়া হয়েছে। এসময় জনসাধারণকে সতর্ক করতে মাইকিং করা হয়। অভিযানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা’র সাথে রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা, নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক দেলোয়ার, প্রাম পুলিশ ও গ্রামবাসী উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, ইজারা বহির্ভূত স্থান থেকে কেউ বালু উত্তোলন ও পরিবহন করতে পারবে না। অবৈধ বালু উত্তোলনকারী ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। Related posts:শেরপুরে রেহানা ইদ্রিস মডেল একাডেমীর নব-নিযুক্ত অধ্যক্ষ হলেন আব্দুল মান্নান রোকনীশেরপুরের নকলায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও র্যালিনকলা-নালিতাবাড়ীর ৪ হাজার কর্মহীন মানুষ পেলো সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর অর্থ সহায়তা Post Views: ৮৯ SHARES শেরপুর বিষয়: