আশুলিয়ায় দুপক্ষের সংঘর্ষে নারী শ্রমিক নিহত, আহত ২৫ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৪ আশুলিয়ার জিরাবো এলাকায় মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নারীর নাম রোকেয়া বেগম। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা কাজ না করে কারখানার বাইরে চলে আসে। এ সময় তাদের কারখানার সামনে রেডিয়্যান্ট গার্মেন্টসের কাজ বন্ধ করতে মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে দুই গার্মেন্টসের শ্রমিকরাই সংঘর্ষে লিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে ইটপাটকেলের আঘাতে মাসকট কারখানার রোকেয়া বেগম নামে এক শ্রমিক নিহত হয়। আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, দুপক্ষের সংঘর্ষ চলাকালীন ইটের আঘাতে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাস্থলে শিল্প পুলিশসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, আশুলিয়ার জিরাবো এলাকার বন্ধ মাস্কট গার্মেন্টস ফ্যাক্টরির সামনে অবস্থান নেন ওই কারখানার শ্রমিকরা। এ সময় সেনাবাহিনী ও পুলিশ তাদেরকে সরিয়ে দিতে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা পাশে থাকা রেডিয়্যান্স গার্মেন্টস লিঃ কারখানায় ইট পাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে রেডিয়্যান্সের শ্রমিকরা তাদের বাধা দিলে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় ইটের আঘাতে রোকেয়া নামের শ্রমিকের মৃত্যু হয়। Related posts:গুজব নিয়ে কেউ বিচলিত হবেন না: প্রধানমন্ত্রী‘দুই দেশের সম্পর্ক যুগান্তকারী মুহূর্ত অতিক্রম করছে’পাবজিসহ ক্ষতিকর অনলাইন গেমস বন্ধের নির্দেশ বিটিআরসির Post Views: ১২১ SHARES জাতীয় বিষয়: