শেরপুরে বন্যাদুর্গতদের পাশে র্যাব অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪ শেরপুরের বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে র্যাব-১৪। ৭ অক্টোবর সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত ২ দিনে জামালপুর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বন্যা দুর্গত ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলকায় ১ হাজার মানুষের মধ্যে র্যাবের ওই ত্রান সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ওইসময় স্কোয়াড কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) এটিএম আমিনুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিতি ছিলেন। জানাযায়, শেরপুরে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত এলাকায় শুরু থেকেই র্যাব সদস্যরা দুর্গম এলাকা থেকে দুর্গত মানুষদের উদ্ধার করে নিরাপদে নিয়ে যাওয়ার কাজ করে আসছেন। এ ছাড়া ত্রাণ ও খাদ্য বঞ্চিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী ও রান্না করা খাবার পৌঁছে দেওয়াসহ অন্যান্য মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছেন। এ ব্যাপারে র্যাব কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, বন্যাকবলিত অসহায় মানুষদের উদ্ধার তৎপরতা ও মানবিক সহায়তায় এগিয়ে এসেছে র্যাব-১৪। র্যাব সদস্যরা সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বন্যাদুর্গত এলাকার অনেক বন্যার্তদের নিকটবর্তী উচু নিরাপদ স্থানে আশ্রয় প্রদান করেছেন। আমরা আমাদের সাধ্যানুযায়ী চেষ্টা করছি খাদ্য সহায়তা করতে। খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। Related posts:শেরপুরে ২ বিচারক সংবর্ধিতশ্রীবরদীতে অটিজম শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসবশেরপুরে জেলা সংযুক্ত ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত Post Views: ৮৫ SHARES শেরপুর বিষয়: