শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সজিব হত্যা চেষ্টা মামলায় যুবক গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৪ শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী সজিব মিয় (২২) কে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মোশারফ হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা। ৭ অক্টোবর সোমবার দুপুরে সদর উপজেলার কুসুমহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোশারফ সদর উপজেলার কুসুমহাটি ঘিনাপাড়া এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে। মঙ্গলবার বিকেলে পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই চাঞ্চল্যকর ঘটনা ও মামলার পর এজাহারনামীয় আসামীরাসহ অন্যান্য আসামিগণ গ্রেফতার এড়াতে অজ্ঞাতস্থানে পলাতক থাকে। আসামিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানীর অভিযানে র্যাবের একটি আভিযানিক দল সোমবার দুপুরে কোম্পানী কমান্ডার মেজর মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামের উপস্থিতিতে র্যাবের একটি আভিযানিক দল সদর উপজেলার কুসুমহাটি বাজারে বিশেষ অভিযান চালায়। ওইসময় মামলার পলাতক আসামি মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়। র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর মোঃ আব্দুর রাজ্জাক বলেন, ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ওই মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত আছে। জানা যায়, গত ৪ আগস্ট বিকেল পৌনে ৪টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের মিছিল চলাকালে শেরপুর শহরের খরমপুর এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, তৎকালীন স্বতন্ত্র সংসদ সদস্য ছানোয়ার হোসেন ছানু ও তৎকালীন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ন কবীর রুমানের নেতৃত্বে পাল্টা মিছিল বের হয় । এক পর্যায়ে পাল্টা মিছিল থেকে সশস্ত্র হামলার ঘটনায় গুরুতর আহত হয় ছাত্র আন্দলনের কর্মী ও সদর উপজেলার সাহাব্দীরচর গ্রামের মন্টু মিয়ার ছেলে মো: সজিব মিয়া নামে এক যুবক। পরে তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় জাতীয় অর্থপেডিক হাসপাতালে রেফার্ড করা হয়। এদিকে ওই ঘটনায় আহত সজিব মিয়ার বাবা বাদী হয়ে গত ২৯ আগস্ট সাবেক হুইপ-এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযােদ্ধা আতিউর রহমান আতিক এবং সাবেক এমপি ছানু ও জেলা পরিষদ চেয়ারম্যান রুমানসহ উভয় বলয়ের ৮৭ দলীয় নেতা-কর্মীকে স্ব-নামে এবং আরও অজ্ঞাতনামা ২০০/৩০০জনকে আসামী করে শেরপুর সদর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় মোশারফ এজাহারনামীয় ৩৯নং ক্রমিকের আসামী। স্থানীয় সূত্র জানিয়েছে, মোশারফ লছমনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। Related posts:শ্রীবরদীতে মোটরের তারে জড়িয়ে কলেজ ছাত্রের মৃত্যুশেরপুরে আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিতঝিনাইগাতীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত Post Views: ১০২ SHARES শেরপুর বিষয়: