শেরপুরে জেলা প্রশাসকের সাপ্তাহিক গণশুনানী অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২৪ শেরপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সাপ্তাহিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর বুধবার দুপুরে নবাগত জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের অফিস কক্ষে ওই গণশুনানী অনুষ্ঠিত হয়। এদিন আগত প্রায় অর্ধশত সাহায্যপ্রার্থী মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এদিন গণশুনানীতে আগত বিভিন্নজনের বেশকিছু সমস্যা তাৎক্ষণিক সমাধান করা হয় এবং বাকীদের প্রতিবন্ধী, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ অন্যান্যভাবে সাহায্য প্রদানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়। সেইসাথে যে সকল সমস্যা অন্যান্য দপ্তরে সমাধানযোগ্য সেগুলো সে দপ্তর প্রধানের সাথে কথা বলে সমাধান করার নির্দেশনা প্রদান করা হয়। গণশুনানীকালে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Related posts:ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধনঝিনাইগাতীতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতশেরপুরে স্বামীহারা ২ সন্তানের জননী নাসরিন পেল সেলাই মেশিন ও খাদ্য সহায়তা Post Views: ৯১ SHARES শেরপুর বিষয়: