শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসীর মাসিক সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২৪ শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসীর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ। ওইসময় তিনি বিচারপ্রার্থী মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারক, আইনজীবী ও পুলিশসহ সংশ্লিষ্ট দায়িত্বশীল সকল মহলের সমন্বয় ও আন্তরিকতার উপর গুরুত্বারোপ করেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, সেনাবাহিনীর মেজর আহসান উল্লাহ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) তোফায়েল আহমেদ, সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসীম উদ্দিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. হাফিজা জেসমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পিপি এ্যাডভোকেট শাহিদ উল্লাহ শাহী, জেলা আইনজীবী সমিতির অন্তবর্তী পরিষদের আহবায়ক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব এ্যাডভোকেট এএইচএম নুরে আলম হীরা, জেল সুপার হুমায়ুন কবীর খান প্রমুখ। ওইসময় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর বিচারকগণ, ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় পরোয়ানা জারি ও তামিল, সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিতকরণ, সাক্ষীদের আদালতে আগমন ও ফিরে যাওয়ার নিরাপত্তা, তদন্ত ও অনুসন্ধানে অপ্রত্যাশিত বাধা অপসারণ, সময়মত ও সুস্পষ্ট মেডিকেল রিপোর্ট প্রদান সংক্রান্ত, জেল হাজত হতে বিচারাধীন বন্দীদের সঠিক সময়ে আদালতে উপস্থাপন, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা জারি, আদালত প্রাঙ্গণের নিরাপত্তার পদক্ষেপ, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের নিরাপত্তা, মালখানা থেকে সময়মত আলামত উপস্থাপন, ফৌজদারী বিচার ব্যবস্থার স্বাচ্ছন্দ্য নিস্পত্তির বিষয়ে পুলিশ ম্যাজিস্ট্রেসীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা, মামলা দ্রুত নিস্পিত্তিতে গৃহীত সিদ্ধান্তসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। Related posts:আজ সাবেক এমপি শ্যামলীর পুত্র আর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকীশেরপুরে ভাতশালা ইউনিয়নের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের নারী প্রার্থী নাজমুন নাহার জয়ীনকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আম্বিয়া খাতুন Post Views: ১৩৪ SHARES শেরপুর বিষয়: