নকলায় নিজ বাড়ি থেকে শ্রমিকের লাশ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১০, ২০২৪ শেরপুরের নকলায় নিজ বাড়ি থেকে আবুল কালাম (৩৭) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে নকলা থানা পুলিশ। ৮ অক্টোবর মঙ্গলবার দিবাগত গভীর রাতে চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা পূর্বপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। কালাম স্থানীয় জহুর উদ্দিনের ছেলে এবং ৩ কন্যাসন্তানের জনক। স্ত্রী-সন্তান নিয়ে ঢাকার কেরানীগঞ্জে ভাড়া বাসায় থেকে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন কালাম। কালামের স্ত্রী পারভিন বেগম (৩০) জানান, মঙ্গলবার বিকেলে কালাম স্ত্রী-সন্তান নিয়ে পৈতৃক বাড়িতে আসেন। বাড়িতে আসার পর কালামের স্ত্রী পারভিনের সাথে পারিবারিক বিষয়াদি নিয়ে কালামের ছোট ভাই খোকন মিয়ার (৩৫) ঝগড়া বাঁধে। এতে কালাম ক্ষিপ্ত হয়ে স্ত্রী পারভিনকে মারধর করে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছন্দরা ইউনিয়ের কাশিগঞ্জ গ্রামে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেয়। ওইদিন সন্ধ্যার পরে কেরানীগঞ্জের ভাড়া বাসায় অবস্থান করা কালামের বড় মেয়ে বৃষ্টি বেগমকে (১৪) মোবাইল ফোনে খোকন জানায় তাঁর বাবা (কালাম) মারা গেছে। ওই মুহুর্তে বিষয়টি কালামের স্ত্রী পারভিন জানতে পেরে দ্রুত সে স্বামীর বাড়িতে চলে আসে এবং দেখতে পায় তাঁর স্বামী কালামের লাশ গোসল দিয়ে দাফনের ব্যবস্থা করছে দেবর খোকন। বিষয়টি নিয়ে সন্দেহ হলে পারভিন নকলা থানা পুলিশে খবর দেয়। পরে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালামের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে নকলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। Related posts:ঝিনাইগাতীতে সাংবাদিক মনিরের বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়াঝিনাইগাতীতে মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয় ১৯৮৯ ব্যাচ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পুণর্মিলনী অনুষ্ঠিতঝিনাইগাতীতে লটারীর মাধ্যমে কাজের ঠিকাদার নির্বাচন Post Views: ১০২ SHARES শেরপুর বিষয়: