শ্রীবরদীতে বসতঘরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৪ শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এরশাদ মিয়া (৩০) নামে এক কৃষক মারা গেছেন। বুধবার (১৬ অক্টোবর) সকালের দিকে উপজেলার তাতিহাটি ইউনিয়নের বকচর গ্রামে ঘটনাটি ঘটে। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ মরদেহ উদ্ধারের বিষয়টি জানিয়েছেন। এরশাদ ওই গ্রামের আব্দুর রহমান ওরফে বড়গেল্লার ছেলে। তার স্ত্রী ও তিন মেয়ে সন্তান রয়েছে। তিনি কৃষি কাজ করে সংসার চালাতেন। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বুধবার সকাল ১০টার দিকে এরশাদ মিয়া তার বসতঘরের বিদ্যুতের মিটারের সঙ্গে তারের সংযোগ দিতে যান। এ সময় ছেড়া তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে বাড়ির লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় শ্রীবরদী উপজেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। শ্রীবরদী উপজেলা সদর হাসপাতালের আরএমও ডাক্তার সাইফুল্লাহ অমিও জৌতি বলেন, (এরশাদ) হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ বলেন, ঘটনাস্থল হতে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। Related posts:শেরপুরের শ্রীবরদীতে-কোভিড-১৯-টিকাদান কর্মসূচির উদ্বোধনশেরপুর পৌরবাসীকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক নেতা আরিফ রেজাশতাধিক পরিবার পেল ভয়েজ অফ ঝিনাইগাতী’র খাদ্য সহায়তা Post Views: ১১০ SHARES শেরপুর বিষয়: