শেরপুরে বজ্রপাতে প্রাণ গেল ২ কৃষকের

প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২৪

শেরপুরের শ্রীবরদীতে বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন। রোববার (১১ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার সিংগাবরনা ইউনিয়নের নবীনপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি সিংগাবরনা ইউনিয়নের সদস্য মোস্তাফিজুর রহমান লিটুল নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— উপজেলার নবীনপুর গ্রামের সিরাজুল হক ওরফে ভুড্ডুস মিয়ার ছেলে মামুন মিয়া (৪০) ও বগুলাকান্দি গ্রামের মৃত ফজল হকের ছেলে সাদু মিয়া (৬০)। তারা পেশায় কৃষি শ্রমিক ছিলেন এবং বজ্রপাতের সময় তারা মাঠে আমন ধানের চারা রোপণ করছিলেন।
এলাকাবাসী জানায়, উপজেলার সিংগাবরনা ইউনিয়নের নবীনপুর গ্রামের মাঠে রোববার বিকেলে মামুন ও সাদু মিয়া আমন ধানের চারা রোপণ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান মামুন ও সাদু মিয়া। পরে স্থানীয়রা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে পাশের জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
সিংগাবরনা ইউনিয়নের সদস্য মোস্তাফিজুর রহমান লিটুল জানান, বজ্রপাতে তারা মারা গেছেন।