জামালপুরে ২২০০টি ইয়াবাসহ মাদক কারবারি আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০১৯ জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ২ হাজার ২০০টি ইয়াবাসহ মানিক মিয়া নামের একজন মাদক কারবারিকে আটক করেছে উপজেলার তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ। ৯ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ভেলুয়ারচর এলাকা থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফরহাদ আলীর নেতৃত্বে ৯ নভেম্বর সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ভেলুয়ারচর গ্রামে পাকা রাস্তায় তল্লাশি চৌকি বসানো হয়। বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় মাদক কারবারি সন্দেহে ওই বাসের যাত্রী মো. মানিক মিয়াকে (৪০) আটক করা হয়। তাকে বাস থেকে নামিয়ে তল্লাশির সময় তার পরনের জাঙ্গিয়ার পকেট থেকে ১১টি প্যাকেটভর্তি দুই হাজার ২০০টি ইয়াবা জব্দ করা হয়। আটক মানিক মিয়া কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চর নতুনবন্দর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ আলী জানান, ‘আটক মানিক মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করে তাকে জামালপুর আদালতে সোপর্দ করা হয়েছে।’ Related posts:জামালপুরে প্রতিবেশী স্কুলছাত্র কর্তৃক যৌন নির্যাতনের শিকার পাঁচ বছরের শিশুযারা সাম্প্রদায়িক উসকানি দেয় তারা মুসলমান নয় : ধর্ম প্রতিমন্ত্রীমাথায় গুলি চালিয়ে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা Post Views: ২৪০ SHARES সারা বাংলা বিষয়: