বর্তমানদের অব্যাহতি দিয়ে রংপুরে ৩৪ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৪ রংপুর জেলার বিভিন্ন আদালতে ৩৪ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। এসংক্রান্ত আদেশে পূর্বে নিয়োগকৃত সব আইন কর্মকর্তার নিয়োগ আদেশ বাতিল করে তাঁদের নিজ নিজ পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে রংপুর জেলা জজ আদালতের জিপি (সরকারি কৌঁসুলি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. একরামুল হক। একই আদালতে অতিরিক্ত জিপি হিসেবে চারজন এবং সহকারী জিপি হিসেবে তিনজন নিয়োগ পেয়েছেন। পিপি (পাবলিক প্রসিকিউটর) হিসেবে জেলা ও দায়রা জজ আদালতে একজন (মো. আফতাব উদ্দিন), তিনটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনজন, বিশেষ জজ আদালতে একজন, সাইবার ট্রাইব্যুনালে একজন ও সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে একজন নিয়োগ পেয়েছেন। পাশাপাশি মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালে একজন বিশেষ প্রসিকিউটর ও একজন সহকারী বিশেষ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া বিশেষ জজ আদালতে একজন অতিরিক্ত পিপি এবং জেলা ও দায়রা জজ আদালতে ৯ জন অতিরিক্ত পিপি ও সাতজন সহকারী পিপি নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটার উইং থেকে উপ-সলিসিটার (জিপি–পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এ-সম্পর্কিত নিয়োগ আদেশ জারি করা হয়। Related posts:ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক মারা গেছেনজেলহত্যা দিবস নিয়ে দাবির বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের : ওবায়দুল কাদেরসতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান হাইওয়ে পুলিশের Post Views: ১১৬ SHARES জাতীয় বিষয়: