শেরপুর পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় শেরপুর পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শরাফত আলী (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি ১, জামালপুর। ২৫ অক্টোবর শুক্রবার রাতে শেরপুর পৌরসভার মোবারকপুর থেকে শিক্ষার্থী সজিব মিয়ার আহতের ভাই মন্টু মিয়ার দায়ের করা মামলায় শরাফত আলী আলিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোবারকপুর এলাকার মৃত মোকসেদ আলী মাতবরের ছেলে। ২৬ অক্টোবর শনিবার এক প্রেস রিলিজে ওই তথ্য জানান র্যাবের জামালপুর ক্যাম্পের সহকারি পুলিশ সুপার লুৎফা বেগম। প্রেস রিলিজে জানানো হয়, গত ৪ আগস্ট শেরপুর শহরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিল বাহির হয়। ওই গণমিছিলে কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর এলোপাথারী গুলি করতে থাকে এবং এতে মোঃ সজিব মিয়া নামক একজন ছাত্র গুলিবিদ্ধ হয়ে গুরুতর আঘাত প্রাপ্ত হন। পরে ওই ঘটনায় আহতের ভাই মন্টু মিয়া শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং -২৪, তাং-২৯/০৮/২৪ ইং, ধারা-১৪৩/১৪৪/৩২৪/৩২৬/৩০৭/৩৪ পেনাল কোড ১৮৬০। মামলা রুজুর পর র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানি ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে দ্রুত কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায়, র্যাবের জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার রাতে সদর থানাধীন মোবারকপুর এলাকায় অভিযান পরিচালনা করে ওই মামলার আসামী মোঃ শরাফত আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসবামীকে শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এবং ওই মামলায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের অভিযান অব্যাহত আছে বলে জানান সহকারি পুলিশ সুপার লুৎফা বেগম। Related posts:শেরপুরে শিশুশ্রম বন্ধ, বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষাপ্রতিষ্ঠানের স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নের দাবিশেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভানকলায় পাওনা টাকা উদ্ধার ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন Post Views: ২৮২ SHARES শেরপুর বিষয়: